লেখা: আবিদ হাসান( সভাপতি, ইম্প্যাক্ট প্লাস ক্লাব ও সহ সভাপতি শিশু ফোরাম ) শ্রী কলস
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।
তুমি কি দেখেছো, দূরের সেই গ্রাম?
যেখানে শিশুদের চোখে স্বপ্নের সামান,
যেখানে বুক ভরে টেনে নেয় আশা,
সেখানে World Vision দিয়েছে ভালোবাসা।
তুমি কি শুনেছো, সাগরের ঢেউয়ে?
কেমন করে কাঁদে শিশুরা ক্ষুধায় ঢেউয়ে,
যখন নিভে যায় তাদের ছোট্ট প্রদীপ,
World Vision আসে, দেয় আলোর দীপ।
তুমি কি বুঝেছো, জীবনের সুরে?
যেখানে দুঃখের ছোঁয়ায় ঘোরে দুর্দশা ধ্বরে,
যেখানে সব আশা হয়ে যায় নিভে,
World Vision সেখানে ভালোবাসা দেয় নিবে।
তুমি কি দেখেছো, ভোরের আলোতে?
কেমন করে ফুটে উঠে জীবন ভালোমতে,
World Vision-এর হাতে ধরা আছে দিগন্ত,
তারা সিক্ত করে পৃথিবীর মাটি, দেয় শান্তির ধ্বনি।
তাদের হৃদয়ে আছে এক নীল আকাশ,
যেখানে ভালোবাসা উড়ে মুক্তির পাখি হয়ে,
তাদের কর্মে জ্বলে উন্নতির প্রদীপ,
তারা সৃষ্টি করে নতুন দিনের অপেক্ষা, সুন্দর এক পৃথিবী।
তাদের স্বপ্নে বোনা এক নতুন ভুবন,
যেখানে সবার জন্য থাকে ভালোবাসার সমারোহ,
তাদের স্পর্শে পৃথিবী হয় উজ্জ্বল,
তাদের কাজে জ্বলে মানবতার প্রদীপ, চিরকাল।
তুমি কি শুনতে চাও সেই গানের সুর?
যেখানে বিশ্বজুড়ে উড়ে প্রেমের দূত,
World Vision এর ছোঁয়ায় পৃথিবী হাসে,
তাদের হাত ধরে পৃথিবী সুরভিত হয়,
এক নতুন পৃথিবীর সন্ধানে, তারা এগিয়ে যায়,
World Vision - আলোর দান, স্বপ্নের ঠিকানা।।