এস এম জয় ই মামুন বিশেষ প্রতিবেদকঃ
আজ ২৬ শে আগস্ট সোমবার মানিকগঞ্জ জেলা শহরের কালীমন্দিরে ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্মতিথি অনুষ্ঠিত উক্ত জন্ম অষ্টমিতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা জেলা বিএনপির সহ সভাপতি এ্যাড আজাদ খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভুইয়া হাবু,যুবদল মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন,জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারন সম্পাদক সিরাজুল রহমান খান সজিব, বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতীয় হিন্দু মহাজোট মানিকগঞ্জ জেলা শাখার নেতাকর্মির সহযোগিতায় এই অনুষ্ঠান সম্পুর্ন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খানম রিতা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের র্নিদেশনায় আমি সবসময় কাজ করে যাচ্ছি আমার বাবা ও সবসময় আপনাদের পাশে ছিল আমিও আমার বাবার মত সবসময় আপনাদের পাশে থাকতে চাই এখন থেকে যেকোনো অনুষ্ঠানে আমাকে দাওয়াত করবেন আমি আসব আপনারাও আমার বাড়িতে ঈদে আসবেন তবে সেটাই হবে হিন্দু মুসলিম ভাতৃত্ব বন্দন এই তিথিতে ভগবান মর্ত্যে লোকে অবতরণ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন,পৃথিবীতে যখন ধর্মের গ্লাণি হয়,অধর্ম বেড়ে যায় তখন আমি দুষ্টের দমন, শিষ্টের পালন,অধর্মের নাশ,এবং ধর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে ধরে অবতীর্ণ হই। সারা বিশ্বব্যাপী সনাতন ধর্মালম্বীদের বিশেষ তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এই সময় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় আর রাত ১২ টা ১ মিনিটে বিশেষ পূজার মাধ্যমে সমাপ্তি ঘটে। জন্মাষ্টমী অনুষ্ঠান ২ দিন ব্যাপী করা হয়। স্মার্তমতে,আগের দিন সোমবার,আর গোস্বামী মতে পরের দিন মঙ্গলবারে করা হয়। ২ দিন ব্যাপী অনুষ্ঠানে সনাতন হিন্দু ধর্মালম্বীরা পালন করে থাকে।বিশ্ব ব্যাপী শান্তিও মঙ্গল কামনায় এই জন্মাষ্টমী পালন করা হয়।