বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়েতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের জন্য দোয়া ও আর্থিক সহায়তার অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ( সাবেক এমপি)। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মেঝো পুত্র আলহাজ্ব শামীম সাঈদী, সহকারী সেক্রেটারি মাওলানা এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালসহ জেলা, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা বি এন পি ও ইসলামি আন্দলন বাংলাদেশ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার বলেন, লাখো ছাত্র জনতার উত্তাল গণআন্দোলনে শেখ হাসিনা পরাজিত হয়েছে। শেখ হাসিনা পালানোর চারদিন আগে জামায়াতকে নিষিদ্ধ করেছে। আর মহান আল্লাহ হাসিনাকে নিষিদ্ধ করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন।
আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন করার মাধ্যমে জাতি নতুন এক বাংলাদেশ পেয়েছে। বৈসম্য বিরোধী ছাত্ররা নিজের জীবন বাজি রেখে যেভাবে লড়াই করেছে তা ইতিহাসেরর পাতায় সর্নাঅক্ষরে লিখা থাকবে। সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে নিহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ পরিবারকে উদ্দিশ্য করে বলেন, আমরা চাইলেই আপনাদের স্বজনদের ফিরিয়ে দিতে পারবোনা। আমরা যতই আপনাদের শান্তনা দেই পরিবার আপনজন হারানোর ব্যাথা কেবল তারাই বুজে যার হারিয়ে যায়। আল্লাহ তায়ালা তাদেরকে শহীদি মৃত্যু দান করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন।
আমরা সুখে দুখেঃ সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ৬ পরিবারের মাঝে ১২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জামায়াত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাকেরগঞ্জ উপজেলায় ছয়জনের মাঝে এ অর্থ সহায়তা দেওয়া হয়। তারা হলো- শাওন সিকদার, আব্দুল ওয়াদুদ, রবিউল ফরাজী, আরিফুর রহমান রাসেল, শহীদ মো. সুমন ও মো.সাজিদের সহায়তা প্রদান করা হয়।