নিজস্ব সংবাদদাতাঃ
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি আদোমং মারমা নিখোঁজ রয়েছেন। রবিবার সকাল ১২ টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।প্রায় ১২ ঘন্টার পর রবিবার রাত ১২ টায় এ ঘটনায় থানায় নিখোঁজ ডায়েরি করেছেন নিখোঁজের পরিবার।
রবিবার সকাল ১০ টায় বাসা থেকে রাজস্থলীর উদ্যােশে যাওয়ার জন্য বের হন। এরপর তিনি আর ফিরেননি।
তার ব্যবহৃত মোবাইলটিও বন্ধ রয়েছে।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আনসারুল করিম জানান থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। সেই বেপারো আমরা সব জায়গা খোঁজ খবর নিচ্ছি।পরর্বতিতে পরিবাররে পক্ষ হতে মামলা করা হবে বলে ওসি জানান।