মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ :২৪/০৮/২০২৪ ইং
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন করেন শাহজাদপুর উপজেলার প্রশাসনিক শিক্ষার্থীর সদস্য মো : মোসলেম উদ্দিন সিরাজী। শনিবার ২৪/০৮/২০২৪ ইং উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জরুরী আলোচনা সভার আয়োজন করা হয়েছিলো উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার প্রশাসনিক শিক্ষার্থীর সদস্য ও সকাল বিকাল নিউজ রিপোর্টার মো : মোসলেম উদ্দিন সিরাজী , উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের প্রধান কর্মকর্তা জনাবা মোছা: শারমীন আলম স্যার ও অন্যন্য কর্মকর্তা সহ সকল সেবিকা। উক্ত আলোচনা সভায় হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। হাসপাতালের কর্মকর্তা প্রধান জানিয়েছেন হাসপাতালে নৈশ ও প্রহরী কর্মী নিয়োগের বিষয়ে কার্যক্রম চলমান , হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ের কর্মী নিয়োগের কার্যক্রম চলমান , তিনি আরো জানিয়েছেন যে হাসপাতালের ভিতরে বিভিন্ন প্রানী লালন পালন করে আসছে স্থানীয়রা এতে হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। হাসপাতালের ভিতর দিয়ে দেয়াল ভেঙ্গে যাতয়াত করেছে এলাকার সাধারণ মানুষ এতেও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এ সময় বেশ কিছু রোগীর কাছে জানতে চাওয়া হয় হাসপাতালের সেবার গুনাগত মান কেমন রোগীর নিজে মুখে বলে ও জবাবে পাওয়া যায় হাসপাতালের সেবার গুনগত মান ও হাসপাতালের প্রধান কর্মকর্তা সহ সকল কর্মরত চিকিৎসাকের আচার-আচরণ অনেক সুন্দর তবে হাসপাতালের বিভিন্ন সমস্যা রয়েছে যেমন : হাসপাতাল ক্রতিপক্ষ যেটা জানিয়েছে। উপজেলা প্রশাসিনক শিক্ষার্থীর সদস্য জানিয়েছেন হাসপাতালের সকল সমস্যার বিষয়ে নিয়ে আমাদের কার্যক্রম ও চলমান রয়েছে কিছু সময়ের ব্যাবধানে সমস্যা গুলো সমাধান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান কর্মকর্তা ডাঃ শারমীন আলম আপাকে। পরিশেষে সকলের সুস্বাস্থ্যে কামনা করে আলোচনা সভার কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়েছে।