মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ২৫/০৮/২০২৪ ইং
সিরাজগঞ্জে : সিরাজগঞ্জ হিউম্যান রাইটস এন্ড অরগানাইজেশান ( SSHRO) শাহজাদপুর উপজেলা শাখার পক্ষ থেকে শাহজাদপুর উপজেলার বিভিন্ন কলেজের ছাএ- ছাএীদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় মানুষের সাহায্য জন্য কালেকশনে নেমে হাত বাড়িয়ে দিলে যেন টাকার বন্যা বয়ে যায়। রবিবার ২৫/০৮/২০২৪ ইং তারিখ শাহজাদপুর উপজেলার বিভিন্ন সরকারী অফিস থেকে শুরু করে ভ্যান চালক , যাএী , পথযাএী , শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ- ছাএী , সকল শিক্ষক , অভিভাবক , কাঁচা বাজার পট্রি , মাছ বাজার পট্রি , কাপড়ের হাট পট্রি , উপজেলা বিএমপি অফিসের বিভিন্ন পেশা শ্রেনির মানুষ এতে সাহায্য করেছে সকলের এ সাহায্যর মাধ্যমে যে কালেকশন করা হলো এতে বেঁচে যেতে পারে হাজার ও প্রান। সাহায্যর জন্য সর্বসম সাধারণ ছাএ ছাএীদের সাথে মাঠে নেমে ছিলেন উপজেলার প্রশাসনিক শিক্ষার্থীর সদস্য মো : মোসলেম উদ্দিন সিরাজী। সাহায্যর জন্য কালেকশনের হাত বাড়িয়ে দেওয়া হলো যারা নিজের ইচ্ছায় খুশি খুশি সাহায্য করতে চান। তারা সরাসরি
সিরাজগঞ্জ স্টুডেন্টস এন্ড হিউম্যান রাইট অরগানাইজেশান (SSHRO) শাহজাদপুর উপজেলা শাখার মোবাইল এ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করে টাকা পাঠাবেন
মো: মোসলেম উদ্দিন সিরাজী (শাহজাদপুর উপজেলা)
[ বিকাশ / নগদ :- ০১৮৮৭-৮৭৪২৯৫ ]
আমাদের সংগঠনের সরাসরি ফেনীতে যাওয়ার জন্য প্রস্তুতি কার্যক্রম চলমান।