মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর।
শেরপুর জেলার ৫২৫০ তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠা অনুষ্ঠিত হয়েছে।"ধর্ম যার যার, রাষ্ট্র সবার, এই স্লোগানকে সামনে রেখে
সোমবার (২৬আগস্ট ) সকালে দিকে শেরপুরের শ্রী শ্রী গোপাল জিউর নাট মন্দির থেকে ৫২৫০ তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় শেরপুর হিন্দুধর্মী কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক শামীম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা (ভারপ্রাপ্ত) জেলা প্রশাসক মনিরুল হাসান। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম, শেরপুর -৩ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মোঃ মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু রায়হান রোকন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আহ্বায়ক জিতেন্দ্র মজুমদার ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার সদস্য সচিব সুব্রত চন্দ্র দে, শহর বিএনপির সভাপতি মোঃ মামুন অর রশিদ পলাশ, ভারপ্রাপ্ত পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান,জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সিনিয়র-জুনিয়র সাংবাদিকগণ, জেলা ও শহর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, সরকার বেসরকারি কর্মকর্তা কর্মচারী,এবং হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের হাজার হাজার বক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।