তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি) :
দেশের বিভিন্ন জেলায় সৃষ্ট বন্যার্তদের সহায়তায় জন্য অর্থ সংগ্রহে
সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ আগস্ট) সকালে শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ৬ ক্যাটাগরিতে অনুষ্ঠিত ওই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শহরের ৩ শতাধিক শিশু অংশগ্রহণ করে। ‘এসো রাঙাই আমার বিদ্যালয়’ নামে ওই কর্মসূচীর মাধ্যমে বিজয়ী চিত্রশিল্পীদের পুরস্কার বিতরণ ও আগত শত শত শিশুদের অভিভাবকদের কাছ থেকে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করে সাবর্ডিনেট স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। পেট্রো প্রোডাক্টস এর সৌজন্যে
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সহযোগিতা করে সৈয়দপুর আর্ট একাডেমী। এতে মিডিয়া পার্টনার ছিল অনলাইন নিউজ পোর্টাল সিসি নিউজ২৪.কম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ কুতুব উদ্দিন , শিক্ষক শাহজাদী বেগম লিপি, বিউটি বেগম, সাংবাদিক জসিম উদ্দিন, রেজা মাহমুদ, নওশাদ আনসারী, আমির হোসেন, জাবেদ আত্তারী, শাকিল আহমেদ প্রমুখ। এতে সভাপত্বি করেন সাবর্ডিনেট কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউল বেগম। তিনি জানান মূলত বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের জন্যই এই আয়োজন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এবং বন্যার্তদের জন্য সংগৃহিত অর্থ বন্যা কবলিত এলাকায় যাওয়া সংস্থার হাতে তুলে দেওয়া হয়।