1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭ গরু চোর আটক ফয়সল আলীম ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা ও সম্মাননা: পলাশবাড়ীর কৃতি সন্তান ইউসুফ আল কারযাভী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি নির্বাচিত লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার ডুমুরিয়ায় গুটুদিয়া কোমল পুর গাজীর মোড়ে ‌রেবেকা হত্যাকারী ধর্ষক প্রদ্যুৎকে‌ গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সমাবেশ ও মানববন্ধন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের সমন্বয় সভা। জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত সারমিন আক্তার এখন সাড়ে ১১ শতক জমির বৈধ মালিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন

বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর ৩ নম্বর সতর্ক সংকেত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৮৭ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের মোংলায় ,বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হওয়ায় গত দুই দিনের টানা ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে সুন্দরবনসংলগ্ন মোংলা উপকূলের জনজীবন,
মোংলা সমুদ্র বন্দরে জারি করা হয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এমন পরিস্থিতিতে মোংলা বন্দরে অবস্থান করা ৮টি পন্যবাহী জাহাজের মধ্যে দুটি জাহাজে পন্য খালাস সম্পূর্ণ বন্ধ রয়েছে। খালাস বন্ধ হওয়া বিদেশি জাহাজ দুটিতে কানাডা থেকে সার আমদানি করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

মোংলা বন্দরের ৬ নম্বর বয়ায় নোঙ্গর করা পানামা পতাকাবাহী এমভি ফেডারেল ইবুকু এবং হারবাড়িয়া ১১ নম্বর বয়ায় নোঙ্গর করা লাইব্রেরিয়া পতাকাবাহী এমভি সেন্টিনেল জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট পার্ক শিপিংয়ের ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, গত ২৯ জুলাই কানাডা থেকে ফেডারেল ইবুকি জাহাজে ২৯ হাজার ৫০০ টন সার আমদানি করা হয়। এর মধ্যে ৬ হাজার ৫০০ টন সার খালাস করা গেছে। এছাড়া একই দেশ থেকে গত ২৫ আগস্ট সেন্টিনেল জাহাজে করে ২৬ হাজার টন সার আমদানি হয়। সেটি থেকে খালাসই শুরু করা হয়নি।

গত দুই দিনের টানা বৃষ্টিতে জাহাজ দুটি থেকে সার খালাস বন্ধ রাখা হয়েছে। বৃষ্টি কমে গেলে পুনরায় সার খালাস করা হবে বলেও জানান তিনি।

এছাড়া বন্দরে অবস্থান করা ক্লিংকার, জিপসাম, মেশিনারিসহ আরও ছয়টি জাহাজ থেকে পন্য খালাস ব্যহত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে গত দুই দিন ধরে টানা ভারী বৃষ্টিতে মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দুর্ভোগ বেড়েছে মানুষের। ভেসে গেছে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘের। সড়কে পানি জমে থাকায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস বলেন, মোংলা এলাকায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল তলিয়ে অন্তত এক হাজারের বেশি চিংড়ি ঘের ডুবে গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি