তৌসিফ রেজা (বিশেষ প্রতিনিধি)
দেশে সৃষ্টি কৃত্রিম বন্যার কারণে লাখ লাখ মানুষ পানিবন্দি, চরম উৎকন্ঠা,উদ্বেগ ও অনিশ্চয়তা বিরাজ করছে তাদের মাঝে, এই সীমাহীন দুর্ভোগের মধ্যে আশার আলো রুপে প্রকট হয়েছে বিভিন্ন সচেতন মহল।
দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠন নিজ নিজ সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি। ঠিক একইভাবে এর ব্যতিক্রম ঘটেনি নীলফামারীর সৈয়দপুরে। (সোমবার)২৬ আগস্ট সৈয়দপুরের একটি সামাজিক সংগঠন" কেয়ার অফ সৈয়দপুরের " উদ্যােগে ১৫শত পরিবারের জন্য প্রায় ৭ লাখ টাকার খাদ্র সামগ্রী বিতরণের উদ্দেশ্যে বন্যাকবলিত এলাকায় রওনা দিয়েছে দুটি ট্রাক।
সংগঠনের সদস্যরা জানান,সমগ্র সৈয়দপুরবাসীর ভালোবাসার এক রম্য সাড়া পেয়েছি, অসংখ্য কৃতজ্ঞতা তাদের এই বিশ্বাসের জন্য, তাছাড়া তারা আরও বলেন বিতরণ সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ি, লুংগি, মুরি, সুজি, পানি, স্যালাইন, মোম্বাতি, চিড়া, গুড়, অন্যান্য খাবার, চাল, আটা, বিস্কুট,সহ আছে বিভিন্ন ধরনের খাবার ও নগদ অর্থ।