আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুশান্ত রায় (২৮) নামে এক মাদক বিক্রেতাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৬ আগষ্ট) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সুশান্ত রায় পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর দুর্গাপুর গ্রামের দীনেজ চন্দ্র রায়ের ছেলে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মামুনুর রশিদ জানান, সোমবার সন্ধ্যায় রাণীশংকৈল থেকে তিনি বাসায় ফিরছিলেন এসময় রাণীশংকৈল-পীরগঞ্জ মহাসড়কের পুরাতন সেন্টার এলাকার কাছে ব্রিজের উপর কয়েকজন যুবককে দেখতে পান তিনি সন্দেহ হলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এসময় সুশান্ত রায়ের কাছে ৬ পিচ ইয়াবা দেখতে পান পরে এলাকাবাসী সহযোগিতায় প্রশাসনকে খবর দিলে ঘটনা স্থলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের নেতৃত্বে, পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযানে অভিযুক্ত সুশান্ত রায় ও সন্দেহভাজন দুজনকে আটক করে নিয়ে আসে পুলিশ আটকের পর সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সহ আটক অভিযুক্ত সুশান্ত রায়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।