রিপোর্টর : এমরান হোসেন সোহাগ।
ব্যাপক বৃষ্টিপাতের ফলে দেশের প্রায় ১২টি জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এতে করে খেটে খাওয়া মানুষ দৈনন্দিন জীবন যাপন করতে হিমসিম খাচ্ছে, অনেকেই রান্নাকরে খাওয়ার মতো অবস্থা পাচ্ছে না, চলমান বন্যা পরিস্থিতিতে নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের মমিনপুরে বন্যায় বিপদ গ্রস্থ মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল, এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নোয়াখালী জেলা সদস্য সচিব জনাব শাহ্ আলম বাবলু সাহবে, আরো উপস্থিত ছিলেন মমিনপুর ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীগণ ও এলাকাবাসী।