মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুরে এসজিএস বাংলাদেশ লিমিটেড এবং সুইসকন্ট্যাক্ট-বাংলাদেশ এর আয়োজনে আইএসও ১৪০০১:২০১৫ ENVIRONMENTAL MANAGEMENT SYSTEM ( ই এম এস) সার্টিফিকেশন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৭ আগস্ট ২০২৪, মঙ্গলবার দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ৪র্থ তলায় রফিকুল ইসলাম মিলয়াতনে সকাল ১০টা- দুপুর ২টা পর্যন্ত চলে এই প্রকল্পের উদ্বোধণী কর্মশালা।
কর্মশালার অন্তর্ভুক্ত ছিলো উদ্বোধনী বক্তব্য,এসজিএস বাংলাদেশ এর পরিচিতি ও কার্যক্রম নিয়ে আলোচনা, সুইসকন্ট্যাক্টের পরিচিতি এবং প্রবৃদ্ধি প্রকল্পের কার্যক্রম নিয়ে আলোচনা, প্রকল্প ব্রীফিং,প্রশ্নোত্তর পর্ব এবং উন্মুক্ত আলোচনা।
প্রকল্পটির উদ্বোধন করেন স্থানীয সরকারের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক সালাহ্উদ্দিন আহমেদ। উদ্বোধণী বক্তব্যে তিনি সবগুলি চালকলকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চাল-কল সমিতির সভাপতি মোঃ মোসাদ্দেক হোসেন, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড: কামাল উদ্দিন এবং দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা প্রমুখ।
উল্লেখ্য, এসজিএস, যা গুণমান এবং সততার জন্য বিশ্বব্যাপী মানদণ্ড হিসেবে স্বীকৃত, বিশ্বের নেতৃস্থানীয় পরিদর্শন, পরীক্ষা যাচাইকরণ এবং সার্টিফিকেশন কোম্পানি। এসজিএস বাংলাদেশ লিমিটেড ইতিমধ্যেই প্রবৃদ্ধি, চাউলকল মালিকবৃন্দ এবং প্রাসঙ্গিক অংশীজনদের সহযোগিতায় ভ্যালিডেশন কর্মশালা এবং কিছু চাউল কলের গ্যাপ মূল্যায়নসহ একটি স্কোপিং স্ট্যাডি সফলভাবে সম্পন্ন করেছে।
এরই ধারাবাহিকতায়, এসজিএস নিজেদের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ দিনাজপুরের চাউলকলগুলিকে প্রশিক্ষণ, অডিট, ঊওঅ সহ ই এম এস ১৪০০১:২০১৫ সার্টিফিকেশনের আওতায় আনার লক্ষ্যে সুইসকন্টাক্টের সহযোগিতায় কাজ করবে।