মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ১৫ মণ ভেজাল গুড় জব্দ করা হয়।
মঙ্গলবার(২৭শে আগষ্ট-২৪) দুপুরে লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকার কেশবপুর গ্রামের শুকুর আলীর গুড় তৈরির কারখানায় এই অভিযান চালানো হয়।এ সময় অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শিমুল আক্তার।
এ বিষয়ে উপজেলার সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, ভেজাল গুড় তৈরি হয় আটা, ময়দা,লালি,ও রং সহ ইন্ডিয়া থেকে মেয়াদ উত্তীর্ণ এলচি গুড় দিয়ে।যা স্বাস্থ্যের জন্য খুবই অনুপযোগী এমনকি দীর্ঘদিন খাইলে শরীরের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)শিমুল আক্তার সংবাদ কর্মীদের জানান জব্দকৃত গুড় নদীতে ফেলে দেওয়া হয়েছে।তিনি আরও জানান ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।