আই ২৭শে আগস্ট মঙ্গলবার, নবান্ন অভিযানের ডাক, আর এই নবান্ন অভিযানকে কেন্দ্র করেই সকাল থেকে চলছে বিভিন্ন জেলায় নাকা চেকিংয়ের কাজ,
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের প্রবেশদ্বারে পুলিশের তৎপরতায় চলছে নাকা চেকিং এর কাজ, সকাল থেকে বিশাল পরিমাণ গাড়ির লাইন চোখে পড়ার মতো। সারিবদ্ধ ভাবে রাস্তায় দাঁড়িয়ে পড়েছে ট্রাক থেকে শুরু করে সমস্ত গাড়ি,
এমনকি সরকারি গাড়ি ও বাদ পড়েনি এই চেকিংয়ের আওতা থেকে।
ঘটনাটি ঘটেছে কোলাঘাটে 16 নম্বর জাতীয় সড়কে, তবে নাকা চেকিং এর সাথে সাথে চোখে পড়লো বিজেপি নেতা দিলীপ ঘোষ কে, জানান আজকে নবান্নে যাচ্ছেন না, তবে সব মিলিয়ে রীতিমতো করা নিরাপত্তার মোড়কে মোরা হয়েছে কোলাঘাট,
এদিকে নবান্ন অভিযানকে ঘিরে, সাঁতরাগাছি স্টেশন, হেস্টিংস, হাওড়া স্টেশন থেকে শুরু করে বিভিন্ন রাস্তায় মোরে পুলিশের তৎপরতা, ব্যারিকেড দিয়ে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। কোনভাবেই যেন ন কেউ নবান্নে পৌঁছাতে পারেন, তৈরি রয়েছে জল কামান থেকে শুরু করে অন্যান্য ফোর্সরা। দুপুর ১ টায় শুরু হবে বিভিন্ন রাস্তা দিয়ে নবান্ন অভিযান।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস,