শাহজালাল ভুঁইয়া সজীব
স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শাকপুর ইউনিয়ন এর শামীম কাদের জিলানী, হাবিব আদনান, গাজী মাসুদ আলম,মেহেদী হাসান বাবু,রবিন আহমেদ, দিদার আহমেদ, হাসানুজ্জামান সোহেল, প্রমুখ এদের নেতৃত্বে বন্যা কবলিত অসহায় মানুষ দের পাশে বিভিন্ন শুকনা খাবার ঔষধ ও পানি বিতরণ করা হয় অনেক অনেক মুরুব্বি রা বলেন বিগত ৫০ বছরে ও এমন নজির বিহীন ঘটনা ঘটে নাই
আর যুবকেরা বলেন জন্মের পরে এপর্যন্ত কুমিল্লা বাসি এমন বন্যা দেখে নাই, তাই যুবকদের পক্ষ থেকে এধরনের কার্যক্রম অভ্যাহত থাকবে তাই যার যার সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে আসুন মানুষের পাশে দাড়াই