স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলনেতার ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানোর অভিযোগ উঠেছে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে। বুধবার সকালের শহরের টিএন্ডটি সড়কে এ ঘটনা ঘটে।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান তারেক জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার শাহজাহান ওমরের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী ও শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে শ্রমিক দলের নেতাকর্মীরা মেহেদী হাসান তারেকের নলছিটির ট্রেডার্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় মঙ্গলবার সকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান লোকজন নিয়ে তারেকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি মেহেদী হাসান তারেকের বাবা সাবেক পৌর কাউন্সিলর তোফায়েল আহমেদ চন্দন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের কাছে অভিযোগ করেন। এরপরেও ওই ব্যবসাপ্রতিষ্ঠানের তালা খুলে দিচ্ছে না শ্রমিক দল নেতাকর্মীরা। বিষয়টি নলছিটি থানা পুলিশকে জানানো হলেও কোন প্রতিকার পাচ্ছে না ওই স্বেচ্ছাসেবক দলনেতা।
স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান তারেক অভিযোগ করেন, সকালে আমার ভাই ও মামা দোকানে বসা ছিল। এ সময় শ্রমিক দলের সভাপতি মিজানুরের নেতৃত্বে লোকজন এসে দোকানের শাটার টেনে বন্ধ করে দেয়। পরে তারা আমার ভাই ও মামাকে বের করে দিয়ে তালা মেরে দেয়। পুরো ঘটনা আমাদের দোকানের সিসিটিভির ক্যামেরায় ধারণ করা আছে।
এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বলেন, আমি কারো দোকান বন্ধ করেনি এবং তালাও মারিনি।