মোঃ মিনারুল ইসলাম স্টাফ রিপোর্টার:
আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিবার্ষিকিতে ছয় দিনব্যাপি যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা স্থগিত করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে যে খরচ করা হবে সেটা বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৮ আগষ্ট) বেলা ১২ টায় গুলশান চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের ত্রাণ সংগ্রহে কর্মসূচিতে এখন পর্যন্ত এক কোটি টাকা সংগ্রহ হয়েছে। বিভিন্ন ধরনের খাবার জামাকাপড়সহ প্রায় ১০ হাজার প্যাকেট সংগ্রহ হয়েছে।