মে:মিশিকুল মন্ডল
স্টাফ রিপোর্টার
জয়পুরহাট কালাই উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ২৯ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুপুর ১২ টায় মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় (২০২৪ – ২০২৫) আর্থিক সালে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করন কার্যক্রম অনুষ্ঠিত হয়। কালাই পৌরসভা গেটের সামনে জয়পুরহাট বগুড়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে বন বিভাগ সংলগ্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মৎস্য কার্যালয় চত্বরে অত্র উপজেলার বিভিন্ন আশ্রয়ন,মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পুকুরের জন্য দুইশত কেজি পোনা মাছ বিতরণ করা হয়েছে। এ সময় কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিম, জয়পুরহাট জেলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়া কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায় এছাড়াও উপজেলা মৎস্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।