মোঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান
বৃহত্তর চট্টলার ঐতিহ্যবাহী সেবামুলক সংগঠন “আল আমিন সংস্থা” বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার, বন্যাদুর্গত বানবাসী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসায় সামর্থ্যহীন মানুষদের সবসময় পাশে দাঁড়ায়।
আজ (২৯ আগস্ট) বৃহস্পতিবার উম্মুল মাদারিস আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী’র তত্ত্বাবধানে পরিচালিত “আল মুঈন ত্রাণ তহবিলে” আল আমিন সংস্থার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরীর নেতৃত্বে নগদ অর্থিক সহযোগিতা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জামিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী’র মুহতামিম আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী (দা.বা.), শাইখুল হাদিস আল্লামা শেখ আহমদ (দা.বা.) ও মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিম উদ্দিন (দা.বা.) প্রমুখ।
আল-আমিন সংস্থা’র পক্ষে উপস্থিত ছিলেন- সংগঠনটির সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ আহসান উল্লাহ, উপদেষ্টা মাওলানা মুফতি জসিম উদ্দীন, মাওলানা মাহমুদ, হাফেজ মাওলানা রিদওয়ান আরমান, মাওলানা আবুল হাশেম, হাজী খোরশেদ, মাওলানা আনিসুর রহমান ও মাওলানা আজম উদ্দীন প্রমূখ।
দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আল মুঈন ত্রাণ তহবিলে নগদ আর্থিক সহায়তার জন্য উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি ও সামাজিক সেবামূলক সংগঠন “আল-আমিন সংস্থা”র সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুকরিয়া ও মোবারকবাদ জানান। তিনি বলেন, দিনের প্রচার-প্রসার ও ইনসাফ ও সম্প্রীতিপূর্ণ আদর্শ সমাজ বিনির্মাণে ভূমিকা রাখার পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমেও সব সময় অবদান রেখে আসছে। জামিয়া আহলিয়া দারুল উলুম হাটহাজারীর পক্ষ থেকে আমি আল-আমিন সংস্থার সার্বিক সফলতা কামনা করি।
সবশেষে বর্তমান দুর্যোগময় বন্যা পরিস্থিতি থেকে উত্তরণসহ দেশ, জাতি ও উম্মাহর সার্বিক সফলতা ও বরকত কামনা করে দোয়া-মুনাজাত করা হয়।