মোজাম্মেল হক বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুর বীরগঞ্জ উপজেলা বিশ্বনবীর (সা.) জীবনী পড়ন, বিশ্বনবীর (সা.) আদর্শে জীবন গড়ুন।
বীরগঞ্জে জ্ঞানের আলো সীরাত প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান,
৩০ আগস্ট রোজ: শুক্রবার বেলা ৩টা জ্ঞানের আলো ও বেস্ট কবিরাজহাট শাখা আয়োজনে অনুষ্ঠিত হয়, রহিম বখস উচ্চ বিদ্যালয় হল রুমে
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মো: সমিজ উদ্দিন প্রধান শিক্ষক, রহিম বখশ উচ্চ বিদ্যালয়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ইকবাল হোসেন বাবর সভাপতি কবিরাজহাট কেন্দ্রীয় জামে মসজিদ, প্রধান অতিথি বক্তব্য রাখেন ও বিজয়দের মাঝে নগদ অর্থসহ ও ক্রেস বই প্রদান করেন, মোট ১০ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়,সিরাত প্রতিযোগীতা-মেধা তালিকায় ৯ম স্থান অধিকার করায় অভীজীৎ রায়- শে সনাতন ধর্মের ছেলে,বাকি সকল অংশগ্রহণ ছাত্র-ছাত্রীদের মাঝে একটি করে বই প্রদান করা হয়,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ্ মুমতামিম কবিরাজহাট মাদরাসা, হযরত মাওলানা মুফতি মাহমুদুল ইসলাম,আলহাজ্ব আহসান হাবিব প্রধান শিক্ষক আমতলী উচ্চ বিদ্যালর, আলহাজ মুনিরুজ্জামান আলযাফু মাজেদুর রহমান বিশিস্ত্র সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ খলিলুর রহমান দুলাল, ফানিরুল ইসলাম স্যার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী,কাজী খাইরুল ইসলাম, ডা. রাশেদুল ইললাম বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী, ডা. সোহাগ এহমান মানিক, মোঃ জিয়াউর রহমান মুহুরী ক্যাশিয়ায় কবিরাজহাট কেন্দ্রীয় জামে মসজিদ। আয়োজনে: জ্ঞানের আলো ও বেস্টটিম কবিরাজহাট শাখা,সার্বিক ব্যবস্থাপনায়:
মোঃ মাহদি হাসান মুফতি মোস্তাকিম আমীর মাও: মোস্তাফিজুর রহমান মো:মমিনুর রহমান, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন,