পঞ্চগড় জেলা প্রতিনিধি! খাদেমুল ইসলাম!
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধ মা খুনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে রুস্তম আলীকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
প্রাথমিক সুরতহালে নিহতের শরীরের বিভিন্ন ধানে আঘাত ও পোড়ার চিহ্ন পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে দুই দিন আগেই তাকে খুন করা হয়েছে।
নিহত সালেহা বেগম হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকার মৃত শমসের আলীর স্ত্রী। তিনিও কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ফুটকিপাড়া এলাকায় বৃদ্ধা সালেহা বেগম তার ছেলে রুস্তমকে নিয়ে বসবাস করতেন। রুস্তম গত ১৫ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। তার মাও কিছুটা মানসিকভাবে অসুস্থ। রুস্তমের স্ত্রী সন্তানরা আলাদা স্থানে বসবাস করেন। মাঝেমধ্যে খাবার দিতে দেরি হলেই মাকে মারধর করতো রুস্তম। গত বুধবার থেকে সালেহার দেখা পাননি স্থানীয়রা। শুক্রবার সকালে তাদের সন্দেহ হলে বাড়িতে গিয়ে ঘরে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে খবর দেয়া হয় পুলিশকে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ছেলে রুস্তমকে গ্রেফতার করে। এ বিষয়ে
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) রঞ্জু আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে বুধবার রাতেই ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও পোড়ার চিহ্ন রয়েছে। তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।