1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
লালপুরে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি ও লুটপাট সহ স্ত্রীকে শ্লীলতাহানি,বিচারের দাবিতে স্বামীর সংবাদ সম্মে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষিজমির টপসয়েল ও পাহাড় কেটে নিয়ে যাচ্ছে মাটি ও বালু খেকো ঘুমিয়ে আছে সাতকানিয়া উপজেলা প্রশাসন গোমস্তাপুরে তীব্র শীতে আগুন পোহানোর হিড়িক জগন্নাথপুরে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে অভিযান চলবে পদুয়া রেঞ্জর নেতৃত্বে রেঞ্জার মামুন মিয়া উত্তরা পূর্ব থানা থেকে পালিয়ে গেছেন গ্রেপ্তার হওয়া (ওসি) লালপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অল্পর জন্য বেঁচে গেলেন সাংবাদিক মিশন বীরগঞ্জে কলা বাগানে শিশুর মরদেহ উদ্ধার সংবিধান বিতর্ক ও কাঙ্ক্ষিত বাংলাদেশ- মোঃ আসাদুজ্জামান রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

লালপুরে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি ও লুটপাট সহ স্ত্রীকে শ্লীলতাহানি,বিচারের দাবিতে স্বামীর সংবাদ সম্মে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

 

মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের রাকসা গ্রামে পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি ও লুটপাট সহ স্ত্রীকে শ্লীলতাহানি,বিচারের দাবিতে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার(৩০শে আগষ্ট-২৪) দুপুর ২টায় লালপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ পারভেজ হোসেন।এ সময় তিনি উপস্থিত প্রিয় কলম সৈনিক ভাইদের দেখে আবেগ আপ্লুত হয়ে বক্তব্যটি পড়ার মাধ্যমে জানান গত ০৭/০৮/২০২৪ তারিখ সকাল অনুমান ১১ টার সময় আমি রাকসা উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করা কালে একই ইউনিয়নের ১। আশাদুল ইসলাম (৩৪),সাং রুইগাড়ী, ২।স্বপন আলী (৩৬)৩। সবুজ হোসেন (২৭), উভয় সাং জামতলা, ৪। রাকিব হোসেন (৩৫),সাং টিটিয়া, ৫।তোহা হোসেন (২৮), সাং অর্জুনপুর ৬। মাসুম হোসেন (২৮)সাং রাকসা,সর্ব থানা লালপুর, জেলা নাটোর আমার নিকট আসিয়া আমার নিকট হইতে চাঁদা হিসাবে ৫০,০০০/- টাকা দাবী করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হইলে একই তারিখ সন্ধ্যায় আসিবে বলিয়া চলে যায়। হঠাৎ রাত অনুমান সাড়ে ১২টার সময় বে-আইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে পিস্তল,রামদা ও বাঁশের লাঠি নিয়া আমার বসতবাড়ীতে আসিয়া আমার নিকট হইতে ১,০০,০০০/- টাকা চাঁদা হিসাবে দাবী করে।আমি বিবাদীদের উক্ত টাকা প্রদানে অস্বীকার করিলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করিতে থাকে। তখন আমার স্ত্রী শাহনাজ বেগম (২৬) আগাইয়া আসিলে তাকেও গালিগালাজ করিতে থাকে।এ সময় আমি তাদের নিষেধ করিলে তাহাদের নিকট থাকা বাশের লাঠি দিয়া এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার সমস্ত শরীরে ছিলাফোলা ও কালোশিরা জখম করে। তখন আমর স্ত্রী বিবাদীদের বাধা দিতে গেলে বিবাদীগণ আমার স্ত্রীর পরণে থাকা সালোয়ার টানা-হেচড়া করিয়া আমার স্ত্রীর শ্লীনতাহানী করে। মারপিট করা কালে ১নং বিবাদী আমার ঘরে থাকা সুজুকি জিকছার ১৫৫ সিসি মোটর সাইকেল,ঘরের আলমারীর ড্রয়ারে রাখা নগদ ১৬,০০০/- টাকা একটি রুপার ব্যাচলেট স্ত্রীর গলায় থাকা একটি স্বর্ণের চেইন জোর পূর্বক নিয়া নেয়। তখন আমার ও আমার স্ত্রীর চিৎকারে আসে পাশের পড়শীরা আসতে থাকলে আমাকে ও আমার স্ত্রীকে বিভিন্ন ভয়ভীতি ও এই ঘটনার কথা কেউ যেনো জানতে না পারে বলে প্রাণ নাশের হুমকি প্রদান করে চলিয়া যায় । আমি পরদিন থানায় অভিযোগ দিলে ঘটনার দশ দিন পর আমাকে লালপুর থানার এসআই আব্দুল আলীম আমার বাইক উদ্ধার করে দিলেও আজ আঠারো দিন অতিবাহিত হবার পরও কোন অদৃশ্য শক্তির ইশারায় এখন পর্যন্ত মামলাটি রেকর্ড করেনি।অভিযুক্তরা দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে।আমি অভিযুক্তদের আইনের আওতায় এনে সঠিক বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি