আজ ৩০শে আগস্ট শুক্রবার, আজ মেদিনীপুরের নিমতৌড়ি তে, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘোষণা করলেন রাজ্য সরকার।, প্রাকৃতিক দুর্যোগের কারণে ধান চাষে ক্ষতি হলে , আবেদনের ভিত্তিতে পাশে দাঁড়াবে সরকার ও বীমা কোম্পানী। বাংলায় শস্য বীমা যোজনায় কৃষকদের পাশে বেশ কয়েক বছর দাঁড়াচ্ছে সরকার, শুরু হয়েছে কৃষকদের বাংলা শস্য বীমার, খারিফ ২০২৪ মরশুমে শস্য বীমা বীমায় কৃষকদের নাম নথিভুক্তকরণের জন্য আবেদন প্রক্রিয়া।।
আগামী ১৫ই সেপ্টেম্বর এর মধ্যে কৃষকদের নাম নথিভুক্তকরণ করতে বলা হয়েছে, তবে বাংলা শস্য বীমা যোজনায় কৃষকদের কোন প্রিমিয়ারের টাকা দিতে হবে না, সম্পূর্ণ টাকা দেবে রাজ্য সরকার। আর এই বিষয়ে সাধারণ কৃষকদের সচেতনতার জন্য, করে সমস্ত ব্লকে প্রচার চালাবে কৃষি দপ্তর ও বীমা কোম্পানি bajaj alinece,
পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে তিন দিন ধরে প্রচার চালাবে ট্যাবলা সহকারে, আজ নিমতৌড়ী জেলাশাসকের দপ্তরের সামনে ট্যাবলার শুভ সূচনা হয়, শুভসূচনা করেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, এছাড়া উপস্থিত ছিলেন জেলা কৃষি আধিকারিক তীর্থঙ্কর মন্ডল সহ একাধিক আধিকারিকগণ।
সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুভ সূচনা হয়ে গেল। অগণিত কৃষি সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়