আজ ৩০শে আগস্ট শুক্রবার, ঠিক বিকেল চারটায়, বিডন স্ট্রীট থেকে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত রামজয় শীল শিশু পাঠশালা প্রাক্তনীরা বিশাল মিছিল করলেন।। এবং মোবাইলের লাইট জ্বেলে তারা ধিক্কার জানালেন, শুধু তাই নয় অভয়ার উদ্দেশ্যে শ্যামবাজার ট্রাম ডিপোর সামনে মিছিল শেষ করে , এক মিনিট নীরবতা পালন করলেন। এবং রাস্তার দু’ধারে যে সকল পথচারীরা এই মিছিল দেখছিলেন, তাদেরকে অনুরোধ করলেন অভয়ার জন্য আপনারা এক মিনিট নীরবতা পালন করুন আমাদের সাথে। সবাই অভয়া ও তিলোত্তমার শান্তি কামনা করুন।
সুন্দর একটি ক্যাপশন এর মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন……. প্রাক্তনীরা দিচ্ছে ডাক, তিলোত্তমা বিচার পাক।
সারা রাস্তা জুড়ে স্লোগান দিতে থাকেন, আর নয় টালবাহানা, আর নয় লুকোচুরি, দোষীদের শাস্তি চাই, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর বিচার চাই।
আজকে যখন বিভিন্ন স্কুল প্রতিবাদে নেমেছে, ধিক্কার জানাচ্ছি, ঠিক তেমনি রামজয় শীল শিশু পাঠশালা , সকল প্রাক্তনীদের নিয়ে , তারা রাস্তা টর্চের আলো জ্বেলে প্রতিবাদ জানালেন, ঠিক বিকেল পাঁচটায় প্রচন্ড বৃষ্টি হওয়া সত্ত্বেও থেমে থাকেনি এই প্রতিবাদ, তাদের একটাই সর, দিদির বিচার, যারা আমাদের দিদিকে হসপিটালের মধ্যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে সেই সকল দোষীদের বিচার চাই। আমরা সবাই দিদির পাশে আছি, দিদি শান্তি কামনা করি। এতদিন না বিচার পাবে, আমাদের আন্দোলন চলবে।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা