মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমার বাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামে ৩০ আগস্ট শুক্রবার জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে জামে মসজিদের নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন, শিল্পপতি ও বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পপতি ও বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মঈন প্রধান লাবু, সাঘাটা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, সাঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম বাদল, সাঘাটা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম সাহিদ ইকবাল সহ আরো অনেকে। উক্ত মসজিদ নির্মাণে প্রধান অতিথি নাহিদুজ্জামান নিশাদ তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দিয়েছেন। অনুষ্ঠানে বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।