মোঃ আব্দুল হাই জয়পুরহাট জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের কালাই উপজেলার কুজাইল গ্রামে ৮০ শতাংশ জমির লাউ, চিচিঙ্গা ক্ষেত রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ আগষ্ট) রাতের এ ঘটনায় পথে হতাশায় ভেঙে পড়েছে সিদ্দিকুর নামের এই কৃষক।
এর আগে (২১ আগষ্ট) দিবাগত রাতে ৪২ শতাংশ জমির লাউ গাছ কেটেছেন দুর্বৃত্তরা থানায় অভিযোগ দেওয়ার ৫/৬ দিন পর আবারো তার ৮০ শতাংশ জমির ফসল হারিয়েছে কৃষক সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান জানান, গত সাত দিন আগে আমার ৪২ শতাংশ জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দেয় এবং ইন্ডিপেন্ডেন্ট টিভি, প্রতিদিনের কাগজসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হয়। অভিযোগ দেওয়ার কিছু দিন পর কোনো প্রতিকার না পেতেই আবার আমার প্রায় ৮০ শতাংশ জমির লাউ, চিচিঙ্গা কেটে দেয়।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয়রা বলেন, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন থেকে কৃষি কাজের সাথে জড়িত তার ১০ বিঘা জমিতে লাউ,চিচিঙ্গা, সহ বিভিন্ন ধরনের চাষাবাদ করে থাকেন কিছুদিন আগে ৪২ শতাংশ জমির লাউগাছ কেটে দিয়েছে সেটার বিচার না হতেই আবারও ৮০ শতাংশ জমির লাউ, চিচিঙ্গার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে সর্বমোট ১৫ লক্ষ্য টাকা ক্ষতি হবে। প্রতিহিংসার বশে সিদ্দিকের প্রায় চার বিঘা জমির লাউক্ষেত কেটে দিয়ে শত শত মন সবজি থেকে সাধারণ ভোক্তাদের বঞ্চিত করেছে দুর্বৃত্তরা।
কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জানান,,, অভিযোগ দিয়েছে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।