আশরাফুল আলম আরিফ (রিপোর্টার কক্সবাজার জেলা)
চট্রগ্রামস্থ ষাইটমার ছাত্র সমাজের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যায় সমূহের ছাত্রদের নিয়ে চট্টগ্রামে একটি মতবিনিময় অনুষ্ঠিত:আজ ৩০ই আগষ্ট রাতে চট্টগ্রাম একটি অডিটোরিয়ামে ষাইটমার ছাত্র সমাজ আয়োজিত সভায় সকল ছাত্র সাথে নিয়ে মতবিনিময় হয়।
ছাত্রপক্ষের প্রতিনিধিরা বলেন, বর্তমান পরিস্থিতে সকল তত্ব- মতবাদে ঊর্ধ্বে উঠে গ্রামের স্বার্থে ও ষড়ষন্ত্র মোকাবেলায় দল মত নির্বিশেষে ষাইটমার সকল ছাত্র সমাজ এবং শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষা করতে হবে। মতবিনিময় সভায় সকল ছাত্রদের ঐক্যবদ্ধ ভাবে আগামী একটি সুন্দর গ্রামের বিনির্মাণের কাজ করার অঙ্গীকার করেন।