মোঃ লিমন হোসেন
রাজধানী তুরাগ থানাধীন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫৪ নং ওয়ার্ড কামারপাড়া নয়নীচালা গ্রাম বাড়ি ৫০ রোড ৪ মা ভিলা বাড়ীর গ্যারেজ হতে ডাক্তার সাব্বির হোসেনের একটি suzuki gixxer 155 cc বাইক যা রেজি নং ঢাকা মেট্রো ল ৪২৭৩০৩ চেসিস নং RMBLED13J112312 ইন্জিন নং BGA1845300 মোবাইল ০১৯২৬৯০৪৩৭০, ২৪ আগষ্ট ২০২৪ইং আনুমানিক রাত ৩:০৫ মিনিট এ ২জন চোর চুরি করে যা সিসি টিভি তে ধরা পরে এ বিষয়ে তুরাগ থানা এবং RAB 1 অভিযোগ করা হয় উক্ত বাইকের মালিক দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।
এ চুরির রেশ কাটতে না কাটতেই গত ২৮ আগষ্ট ২০২৪ ইং সময় আনুমানিক ভোর রাত ৪:২০ মিনিট এ একই ওয়ার্ডের কামারপাড়া হানিফ আলী মোড় বাড়ি 6, রোড ৬ একটি বাড়ির গ্যারেজ হতে হৃদয় আহমেদের একটি Suzuki Gixxer 155 cc বাইক যার রেজি নং ঢাকা মেট্রো ল ৪০-৩৪৭১ চেসিস নং RMBLED11F105363
ইন্জিন নং BGA1757013 মোবাইল নং ০১৬২৪০৩২৮৫৭,একই চুরে চুরি করে যা সিসি ক্যামেরায় শনাক্ত হয় উক্ত বিষয়ে হৃদয় আহমেদ তুরাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে থানার এস আই মাহমুদুল হাসান আজকে বসুন্ধরা প্রতিনিধিকে জানায় তারা সিসিটিভি দেখে চোর সনাক্ত করে বাইক উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।
এলাকার বাসিন্দাদের মধ্য আতঙ্ক কাজ করছে।
উক্ত ওয়ার্ডের বাসিন্দারা এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করে অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছে।