মেহেরুল ইসলাম মোহন নাটোর জেলা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার প্রবাসী ছেলে আসলাম হোসেন কালুর স্ত্রী সালমা বেগম(৩৮) ও ছেলে সাদমান (২০)কে একই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বাদশা আলী (৪৫)ও আব্দুল খালেক(৫৫)মারপিট করেছে মর্মে অভিযোগ তুলে এবং বাদশা ও আব্দুল খালেক স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রবাসীর পরিবার নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার(১লা সেপ্টেম্বর-২৪) প্রবাসীর স্ত্রী ও ছেলে তাদের নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী লিখিত বক্তব্যর মাধ্যম উপস্থিত সংবাদ কর্মীদের বলেন,আমি সালমা বেগম,আমি একজন প্রবাসীর স্ত্রী,আমাদের সাথে বিবাদী বাদশা ও আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।মাঝে মাঝেই বিভিন্ন অজুহাতে আমাদের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করার চেষ্টা করতো।এরই ধারাবাহিকতায় গত ৩০শে আগষ্ট-২৪ সকাল ৯টার দিকে বিবাদী বাদশা ও আব্দুল খালেক লাঠিসোঠা ও লোহার রড হাতে নিয়ে আমার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে আমার ঘুমন্ত ছেলে সাদমানকে ডেকে তুলে ঘরের বাহিরে নিয়ে এসে মারপিট করে।ছেলের এই অবস্থা দেখে আমি আগাইয়া গেলে আমাকে সহ মারপিট করে।এ সময় আমি ও আমার ছেলে ডাক চিৎকার করলে স্হানীয় এলাকাবাসী উপস্থিত হলে বিবাদীগন হুমকি দিয়ে বলে এই বিষয় নিয়ে যদি থানায় কোন অভিযোগ হয় তাহলে কিন্তু কোন রক্ষা পাবিনা মনে রাখিস বলে চলে যায়।পরে স্হানীয়দের সহযোগিতায় আমি ও আমার ছেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করি।আমি তাদের আইনের আওতায় এনে বিচার দাবি জানাই।সেই সাথে আমার পরিবারের নিরাপত্তা চাই।