1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আইনশৃঙ্খলা বাহিনীর করা সব মিথ্যা মামলা পুনঃতদন্তের দাবি - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে আর্থিক জরিমানা ১ লক্ষ ৯৫ হাজার টাকা বি এনপির কমিটি নির্বাচনে খোকন সম্পাদক ও সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত লালপুরে গভীর রাতে গ্রাম ঘুরে ইউএনও’র কম্বল বিতরণ আগামী ১৫ জানুয়ারি আমির ভাণ্ডার দরবার- এ নুরে আমির মঞ্জিলে ওরশ শরীফ অনুষ্ঠিত হবে নওগাঁয় বিএডিসির বীজ ও সার ডিলার এসোসিয়েশনের দ্বন্দ্ব বেড়েই চলেছে রূপগঞ্জে ব্যবসায়ীর জমি  জোর পূর্বক দখলের চেষ্টা।বাধাঁ দেওয়ায় জীবন  নাশের হুমকি জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩ জুলাই’ বিপ্লবের ঘোষণাপত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও আলেমদের অবদান উল্লেখ থাকতে হবে মুন্সীগঞ্জে জেলা পর্যায়ে ফাইনাল টুর্নামেন্ট খেলা পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলায় ,ড্রোনের সাহায্যে, আলু খেতে ঔষধ প্রয়োগ শুরু হলো

আইনশৃঙ্খলা বাহিনীর করা সব মিথ্যা মামলা পুনঃতদন্তের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

মোঃ আফতাবুল আলম
রাজশাহী

 

আওয়ামী শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সমস্ত মিথ্যা মামলা দায়ের করেছে বলে অভিযোগ রয়েছে সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে।

রোববার রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজন করা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি করা হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদাপোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারেরর বাড়ি যান এবং তার ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তাকে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে জানান, এখনই ৫ লাখ টাকা না দিলে তার ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরেও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব জামিন পান। মামলা এখনও চলমান।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও হাজার হাজার আছে। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছেন। এতদিন তারা ভয়ে মুখ খুলতে পারেননি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছেন। এখন সময় এসেছে কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

তারা বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এতদিনে যে সমস্ত মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’

রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমান মানববন্ধন পরিচালনা করেন। বক্তব্য দেন- সাংবাদিক রিমন রহমান, ভুক্তভোগী রাজিব, সাংবাদিক এহেসান হাবীব তারা, আকতাবুল, আলম, সৌরভ, নূর নবী, মাসুদ রানা রাব্বানীসহ আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি