গোকুল চন্দ্র রায় বীরগঞ্জ,(দিনাজপুর) প্রতিনিধিঃ ১ সেপ্টেম্বর ২০২৪ ( রবিবার ) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনয়েনের ভগীরপাড়া গ্রামে অবস্থিত দারুল হাদিস ইসলামী একাডেমী (আবাসিক) মাদ্রাসায় রুখসানা নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্বার করা হয়েছে।
রুখসানা খানসামা উপজেলার সহজপুর (পাঠানপাড়া) গ্রামের রেজাউল ইসলাম ও ফাতেমা দম্পত্তির মেয়ে তার বয়স ১৩ বছর।
সরেজমিনে মাদ্রাসায় গিয়ে জানতে চাইলে রুখসানার ভাবী জাহানারা বেগম জানায় রুখসানা আগে নীলফামারী জেলার হাজীগঞ্জের একটি মাদ্রাসায় লেখা পড়া করতো সেখানে তাকে দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ নানারকম পারিবারিক কাজ করাতো, তাই সেখান থেকে সে চলে আসলে তার মা ফাতেমা বেগম রুখসানাকে ২৪ সালে আগষ্ট মাসের ১৮ তারিখে ভগীরপাড়া দারুল হাদিস ইসলামী একাডেমী নামে এই মাদ্রাসায় ৪র্থ শ্রেনীতে ভর্তি করায়।
এরই মাঝে সে গত সপ্তাহে ছুটি নিয়ে বাড়ীতে যায় ছুটি শেষে ৩১ শে আগষ্ট শনিবার বিকেলে তার মা তাকে খানসামা পর্যন্ত পৌছে দেন। রুখসানার সাথে একই এলাকার ও মাদ্রাসার সহপাঠী নুসরাত জাহান তার সাথেই ছিলো এবং তারা একই সাথে মাদ্রাসায় পৌঁছে।
মাদ্রাসা পরিচালক মোঃ মজিদুল ইসলাম জানান রবিবার সকালে অন্যান্য ছাত্রীদের সাথে সে ঘুম থেকে উঠে টয়লেটে যায়। দীর্ঘ সময় পার হলেও রুখসানা টয়লেট থেকে না ফিরলে তার সহপাঠীরা শিক্ষকদের কে বিষয়টি জানালে তারা গিয়ে দেখে টয়লেটের দরজা বন্ধ কিন্তু উপরের ফাকাঁ জায়গা দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখা যায়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে মেয়েটির বাবা- মা ও প্রশাসন কে অবহিত করেন ।খবর পেয়ে তার বাবা মা আত্বীয় স্বজন ছুটে আসেন, তাদের নিকট জানতে চাইলে তারা বলেন আমাদের মেয়ে কি কারণে আত্বহত্যা করেছে আমরা জানিনা তবে মাদ্রাসার কারো প্রতি তাদের অভিযোগ নাই।
এ বিষয়ে বীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম জানান বিষয়টি আত্বহত্যা বলেই ধারনা করছি আমরা। তবে ময়না তদন্ত সাপেক্ষে মরদেহ আত্বীয় স্বজনের নিকট হস্তান্তর করা হবে।এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান যে, বিষয়টি আমাদের তদন্ত চলমান আছে।