আজ ৩১ শে আগস্ট শনিবার, ঠিক দুপুর আড়াইটায় শিয়ালদা মেট্রো গেটের সামনে জমায়েত হয়ে, আর জি করে ধর্ষণ ,নিশংস হত্যা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সমগ্র শিক্ষক-শিক্ষিকা, সমাজে পতাকা বিহীন প্রতিবাদ মিছিল ও অবস্থান বিক্ষোভ করলেন,
কয়েকশ শিক্ষক শিক্ষিকা শিয়ালদা থেকে পায়ে পা মিলিয়ে শ্যামবাজার পর্যন্ত আসেন, এবং পাঁচ মাথার মোড়ে অবস্থান বিক্ষোভ করেন। কিন্তু শিয়ালদা থেকে মিছিল আসার সময় পুলিশ প্রশাসনের লোকেরা তাদের মিছিল আটকে দেয়, একটা সুস্থ শান্তিপূর্ণ মিছিল পুলিশ কেন আটকালো এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের কোন কিছু জানা ছিল না, হঠাৎ করেই পুলিশ আটকানোর চেষ্টা করে, পুলিশের বাধা অতিক্রম করে তারা শ্যামবাজারে পৌঁছান। এবং সেখানে অবস্থান বিক্ষোভ করেন। মিছিলে সবার একটাই দাবি দোষীদের শাস্তি। এবং তদন্ত দ্রুত নিষ্পত্তি করতে হবে।
বিভিন্ন জেলা থেকে শিক্ষক শিক্ষিকা অধ্যাপক হাজির হয়।,
উপস্থিত ছিলেন, অধ্যাপক তরুণ সমাদ্দার সংগীতশিল্পী, আসানসুল কলেজের অধ্যাপিকা অর্পিতা চট্টোপাধ্যায়, যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক মহিদাস ভট্টাচার্য, প্রাক্তন উপাচার্য চন্দ্রশেখর চক্রবর্তী প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, অধ্যাপক গৌতম মোহান্তি যাদবপুর বিশ্ববিদ্যালয়, আর জি কর কলেজের প্র্যাক্তনী ডক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায়, পাঁশকুড়া বনমালী কলেজের অধ্যাপক মনোজিৎ দেবনাথ, প্রধান শিক্ষক অরিন্দম মৈত্র, শিক্ষক অনিমেষ হালদার, প্রাক্তন শিক্ষক আশীষ বসু গণসংগীত, শিক্ষিকা রুমিনা মিত্র, অধ্যাপিকা অফেলিয়া সিনহা কবিতা পাঠ, নিশা স্মৃতি ব্যানার্জি সোনপুকুর বিদ্যাপীঠ আবৃতি , শিক্ষক পল্লব মিত্র কবিতা পাঠ হাওড়া জেলা, শিক্ষিকা নবমিতা ভট্টাচার্য আবৃতি, বিকাশ নস্কর শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনা, অধ্যাপিকা সুনিতা বেরা গোবরডাঙ্গা কলেজ, সহ অন্যান্য স্কুল, কলেজের অধ্যাপক ,অধ্যাপিকা ও শিক্ষক, শিক্ষিকারা, এছাড়াও উপস্থিত ছিলেন আর জি কর কলেজ থেকে আন্দোলনরত চার জন জুনিয়র ডাক্তার।
অবস্থান-বিক্ষোভ ও প্রতিবাদ মঞ্চ থেকে, ধিক্কার জানান, একটা ডিউটিরত মহিলা ডাক্তারের উপরে যেভাবে নারকীয় ঘটনা ঘটিয়েছে এটা বাংলার লজ্জা, সমাজের লজ্জা, আজ সবাই পথে নামতে বাধ্য হয়েছে, যারা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আড়াল করার চেষ্টা করা হচ্ছে, অবিলম্বে তাদের শাস্তি দিতে হবে , এই দাবীকে তুলে তারা অবস্থান বিক্ষোভ করলেন এবং অভয়ার শান্তি কামনায় তারা গান , কবিতার মধ্য দিয়ে শান্তি কামনা করলেন,তার আত্মা যাতে শান্তি পায়, তারা তার পাশে আছে, তারা তাদের মধ্যে আছে, এবং শাস্তি না হওয়া পর্যন্ত থাকবে। প্রায় কয়েকশ শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক, ডাক্তার এই বিক্ষোভে সামিল হন। এবং অভয়ার মা-বাবার পাশে আমরা আছি।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা