ঢাকার আশুলিয়ায় ৫ই আগষ্টের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে হুমকি ও চাঁদাবাজির অভিযোগে ভূয়া সমন্বয়কারি আটক।
ঢাকার সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে একটি চক্রের বিরুদ্ধে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর হুমকি, অসদাচরণ ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এঘটনায় অভিযুক্ত ছাত্র সমন্বয়ক পরিচয়দানকারী এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দের পর মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ওই যুবক বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী তালুকদার তৌহিদ জং মুরাদের একজন সক্রিয় কর্মী বলেও জানা গেছে।
রবিবার আশুলিয়া থানায় বাদী হয়ে ওই প্রতারকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন স্থানীয় শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া।