মোঃ কামরুল হাসান কাজল কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ১ং পাথরডুবী ইউনিয়ন পরিষদের অগ্রযাত্রা ফাউন্ডেশনের আয়োজনে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) থানাঘাট দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদকের বিরুদ্ধে রূখে দাঁড়ান দেশের যুব সমাজ কে বাঁচান এই প্রতিপাদ্য কে সামনে রেখে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইউনিয়নে ৮ প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা সহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়।
আরও বক্তব্য রাখেন অগ্রযাত্রা ফাউন্ডেশনের সভাপতি রুকনুজ্জামান ও ৮ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ ৷
প্রতিষ্ঠান গুলো হচ্ছে – থানাঘাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, পাথরডুবী উচ্চ বিদ্যালয়, পাথরডুবী দাখিল মাদ্রাসা, পাথরডুবী বালিকা উচ্চ বিদ্যালয়, মইদাম মহাবিদ্যালয়, বাঁশজানী উচ্চ বিদ্যালয়, মইদাম দাখিল মাদ্রাসা ও মইদাম উচ্চ বিদ্যালয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন রুকনুজ্জামান। প্রোগ্রামে বক্তাগণ মাদক দ্রব্যের কুফল, এর প্রতিকার ও যুব সমাজ কে মাদকের হাত থেকে রক্ষায় জনসচেতনতা বিষয়ক বিভিন্ন বিষয় সামনে রেখে আলোচনা করেন। এছাড়া মাদক বিষয়ে সচেতনতা তৈরির লক্ষে বিদালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা করা হয় এবং বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়৷ এছাড়াও ইউনিয়নের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের আয়োজনে সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুড়িগ্রাম।