হৃদয় হাসান ( স্টাফ রিপোর্টার)
সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে তাদের দুঃখ দুর্দশায় সহযোগিতা করার উদ্দেশ্য নিয়ে আত্মপ্রকাশ করল “চৌগাছা জনকল্যাণ সংস্থা “। সংগঠনের সভাপতি মাওলানা এনায়েত উল্লাহ বলেন আমাদের সংগঠন টি অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করার দ্বায়িত্ব আছে আমাদেরও মনে করি। সমাজে যারা অর্থশীল মানুষ আছে তারা যদি নিজ দ্বায়িত্ব নিয়ে মানুষের পাশে দাড়াত তাহলে হয়তো আমাদের সমাজ টা আরো সুন্দর হতো। আমাদের লক্ষ সেবাকাজের মাধ্যমে সামাজিক অবকাঠামো উন্নয়ন করা। আমাদের সংগঠনের প্রাথমিক লক্ষ ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা।
দুস্থ অসহায় অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে তাদের সহযোগিতা করা। সংগঠন কে সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে পরিচালনা করা। বিভিন্ন মাদ্রাসায় কোরআন শরিফ বিতরণ করাসহ পর্যায়ক্রমে কাজের পরিধি বাড়িয়ে মানুষের সেবা করা। চৌগাছা জনকল্যাণ সংস্থার কমিটির সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে তারা হলেন:
1, মাওলানা মোঃ এনায়েত উল্লাহ সভাপতি
২’ডাঃমোঃআবুককর, সেক্রেটারি
৩,সহ সভাপতি মুফতী হুসাইন আহমদ
৪’সহসভাপতী, মোঃ নজরুল ইসলাম
৫’সহ, সভাপতি হাফেজ আব্দুর রউফ
৬’সহ, সভাপতি মোঃ জাকির হোসেন
৭, যুগ্ম সম্পাদক আজমল হোসেন
৮’যুগ্নসম্পদক, তুহিন রেজা
৯’সাংগঠনিক, সম্পাদক মোঃ রয়সুল ইসলাম
১০,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসানুর রহমান
১১, সহসাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান
১২,সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ সুজন হোসেন
১৩, প্রচার সম্পাদক মাও আঃ কাদের
১৪, সহকারী প্রচার সম্পাদক মোঃ রায়হান উদ্দিন
১৫, সহকারী প্রচার সম্পাদক মোঃ জিয়াউল
১৬’আশিকুর,রহমান,, পাঠাগার সম্পাদক
১৭, মোঃ তুতা মিয়া,, ত্রান ও কল্যাণ বিষয়ক সম্পাদক
১৮, মাসুদুর রহমান,, কোষাধ্যক্ষ
১৯, মোঃ মেহেদী হাসান, সদস্য
২০, কবির হোসেন, সদস্য
২১, মোঃ রহা সদস্য
২২, মোঃ শহিদুল ইসলাম সদস্য
২৩, তরিকুল ইসলাম সদস্য
২৪মোঃতরু,মীয়া সদস্য
২৫, মোঃ জুল হোসেন সদস্য
26, মোঃ সোয়েব,, সদস্য
27, মোঃ শরিফুল ইসলাম সদস্য
28, মোঃ রাব্বি হাসান মিলন প্রমুখ।