মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজারে অবস্থিত খান মোবাইল পয়েন্টে ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেটের সুপার এজেন্ট পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শরীফ খান
প্রধান অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক রকেটের সিনিয়র এরিয়া ম্যানেজার ধীরেন্দ্রনাথ প্রামানিক।বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংকের রহনপুর উপশাখার ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন। এসময় উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক,রহনপুর শাখার ব্যবস্থাপক মানবেন্দ্র কুমার মন্ডল, রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু, রহনপুর বনিক সমিতির সাবেক সভাপতি সৈয়দ ফারুক হোসেন, রকেটের সেলস্ ম্যানেজার মেহেদী হাসান বাপ্পি ও রকেটের সুপার এজেন্ট ও রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি নাজমুল হুদা খান রুবেল।