মোস্তাক আহমেদ ( বাবু ) রংপুর ।
রংপুরের পীরগাছায় অন্নদানগর ইউনিয়নের নবু পাঠান পাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নবু পাঠান পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে । নিহত কিশোরের মোঃ আবু জাহিদ হোসেন (১৫)। সে ওই এলাকার মৃত আব্দুল আউয়ালের ছোট ছেলে বলেও তথ্য পাওয়া গিয়েছে ।
সরজমিনে গিয়ে জানা যায় :: পারিবারিক সূত্রে মতে, সবার অগোচরে দক্ষিণ দুয়ারী ঘরের ধর্ণার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার পরিবার বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে নামিয়ে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মৃত্যু বরণ করেন ,পরে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হয়।
এ ব্যাপারে? পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়া চলছে।