বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে হরিপুর গ্রামে। পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এতে প্রায় আড়াই লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে , মৎস্যচাষী হরিপুর গ্রামের মৃত আবুল মুনছুর এর ছেলে মামুনুর রশিদ (বাবু) দীর্ঘ দিন থোকে বাড়ির পাশে ৫০ শতক পুকুরে মাছচাষ করেই জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন।
ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন এ কাজ করেছে। চিহ্নিত শত্রুরা আমার পরিবারকে নানা ভাবে ক্ষতি করার চেষ্টা করে আসছে দীর্ঘ দিন থেকে ।
সরাসরি ক্ষয়ক্ষতি করতে না পেরে গত রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেছে চক্রটি । এতে পুকুরে থাকা ৩০-৪০ মণ মাছ মরে ভেসে ওঠেছে ও তলিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা ।
মৎস্যচাষী মামুনুর রশিদ (বাবু) বলেন, প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে আমার ক্ষয়-ক্ষতি চেষ্টা করে আসছে। গেল রাতে তারা আমার পুকুরে বিষ দিয়েছে। এতে আমার পুকুরে থাকা ৩০-৪০ মণ মাছ মরে গেছে।
ভুক্তভোগী মামুনুর রশিদ (বাবু), সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুর রহমান তৌহিদ বলেন, এসপি স্যারের মিটিং এ আছি পরে কথা বলবো।