উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাছুম হোসেন ধামইরহাট উপজেলার চকচন্ডি গ্রামের বাসিন্দা সাখাওয়াতের ছেলে। সে ধামইরহাট সরকারি এমএম কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র। নিহতের পরিবার সূত্রে জানা যায়, মাছুম হোসেন পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করছিল। গতকাল বিকেলে উপজেলার হাটখোলা এলাকায় একটি ভবনে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করছিল সে। কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের দ্বিতীয় তলা থেকে সে নিচে পড়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।