মো: মোসলেম উদ্দিন সিরাজী
শাহজাদপুর উপজেলা প্রতিনিধি
তারিখ: ০৫/০৯/২০২৪ ইং
গত পাঁচ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ক্ষমতার পালা বদলে পরিবর্তন হয়েছে সারা দেশের চিত্র। এই হাওয়া লেগেছে সিরাজগঞ্জের শাহজাদপুরেও, এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসারের আমন্ত্রণে তার সাথে সাক্ষাত করেছে উপজেলা বিএনপির এক অংশ।
বুধবার সাবেক যুবদল নেতা ও সাবেক সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি প্রবীণ বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ২৩ বছর কারারুদ্ধ আমির হোসেন সবুজ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ হারুন অর রশিদ ঠান্ডু, রিয়াজ খান মজলিশ ও রমজান শৈখ সহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মীর উপস্থিতে ইউএনও মোঃ কামরুজ্জামানের সাথে সাক্ষাত করেন তারা।
এসময়, পুরাতন বিএনপি নেতৃবৃন্দের সাথে শাহজাদপুর উপজেলার আইনশৃঙ্খলা, অবৈধ অস্ত্র উদ্ধার, ব্যবসায়ীক সিন্ডিকেট ভাঙা সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এই বিষয়ে পুরাতন বিএনপি নেতৃবৃন্দ জানায়, আজ শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার আমন্ত্রণে আমরা পুরাতন বিএনপির নেতৃবৃন্দ, শাহজাদপুরের আইন-শৃঙ্খলা, দখলমুক্ত, চাঁদাবাজ মুক্ত সকল বালুর পয়েন্ট অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে। সকল অবৈধ সিন্ডিকেট ভাঙতে হবে। অবৈধ আগ্নেয়াস্ত্র মুক্ত শাহজাদপুর গড়তে হবে।
সকল ধর্ম এবং সকল রাজনৈতিক মতের নেতাদের সমন্বয়ে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের নতুন বাংলাদেশ নতুন ভাবে গড়তে হবে। এবং শাহজাদপুরের উন্নয়নের সাবেক সংসদ সদস্য মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিস সারোয়ার ভাইয়ের সকল উন্নয়নমূলক কর্মকান্ডের এক নজরে শাহজাদপুর একটি দালিলিক ফিরিস্তি থানা নির্বাহী কর্মকর্তার হাতে অর্পণ করা হয়।