স্টাফ রিপোর্টার:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে স্বৈরচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে বলে মন্তব্যে করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সভাপতি, কেন্দ্রীয় কমিটির এসিসটেন্ট সেক্রেটারি এসএম লূৎফর রহমান। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাধারণ মানুষকে নির্যাতন করা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের উপর নির্যাতন করা হয়েছে।মামলা দেওয়া হয়েছে। গণমাধ্যম কর্মীরা সত্য কথা লিখলে তাদেরকে মামলা দেওয়া হয়েছে, মামলার হুমকি দেওয়া হয়েছে।তিনি আরও বলেন, শ্রমিক কল্যান ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।এদেশ আমাদের। এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের অধিকার রক্ষা করব, ভোটাধিকার রক্ষা করব। বাংলাদেশ সত্য প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফের জন্য দাওয়াত দিচ্ছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এক হয়ে বাংলাদেশ জামায়েত ইসলামীর হাতকে শক্তিশালী করবো। একটি সমৃদ্ধি ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে সকলকে অনুরোধ জানান তিনি।
৫ সেপ্টম্বর(বৃহস্পতিবার) সন্ধ্যায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন(নির্মাণ বিভাগ) লোহাগাড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলার আমিরাবাদে রাজমহল কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ বিভাগ) লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও নকশা ইঞ্জিনিয়ারিং চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইউসুফের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলা সেক্রেটারি ও নির্মাণ বিভাগের সভাপতি মাওলানা আরিফুর রশিদ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (নির্মাণ বিভাগ) লোহাগাড়া উপজেলার সেক্রেটারী মোঃ মহি উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলার আমীর অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদি,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার আবদুস ছালাম, সাধারণ সম্পাদক মনির আহমদ, বাংলাদেশ জামায়েত ইসলামীর লোহাগাড়া উপজেলার বায়তুল মাল সম্পাদক, পদুয়া আইনুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আ.ন নোমান।
শ্রমিক সম্মেলনে শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার সিনিয়র সহ সভাপতি রফিক দিদার,অর্থ সম্পাদক ব্যবসায়ী আবদুল আলীম আবদুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক ছমি উদ্দিন,প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,আমিরাবাদ ইউনিয়ন যুব জামায়েত এর সেক্রেটারী আরিফ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নির্মাণ বিভাগের শাখার সহ সভাপতি মোঃ দিদারুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পরিবহণ সভাপতি মোঃ আবুল কাসেম, হাফেজ জয়নাল আবেদিন, ডাঃ ছমি উল্লাহ নোমান, নাজিম উদ্দিন মেস্ত্রীসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন(নির্মাণ বিভাগ) এর সকল সদস্যরা উপস্থিত ছিলেন।