1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাগেরহাট রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি নিরাপত্তা কামনা  - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
সাধারণ ব্যবসায়ীদের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে -ডাঃ শাহাদাত শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ঝালকাঠির কাঠালিয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ আলতাফ হোসেনের জানাজা অনুষ্ঠিত কাঠালিয়ায় বিএনপির নেতার জমি জোর পূর্বক দখল করার অভিযোগ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির বিরুদ্ধে রাজাপুরে ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে বোয়ালিয়ায় সাবেক এমপি আবুল হোসেন খানের রোগ মুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত গোপালগঞ্জের কাশিয়ানীতে স্বাস্থ্যকেন্দ্রে রাতেও উড়ে জাতীয় পতাকা রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির আজিমুশশান মিলাদ মাহফিল মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কিপাইত নগর শাখার সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র খোশরোজ শরীফ পালিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ থিম সং প্রকাশের আগেই সারা ফেলল ফরচুন বরিশাল

বাগেরহাট রামপালে পর্ণগ্রাফি আইনের মামলা করায় বাদীকে হুমকি নিরাপত্তা কামনা 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে পর্ণগ্রাফি আইনে মামলা করায় বাদীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী হাসিবুর রহমানসহ তার পরিবার।
জানা গেছে, রামপাল সদরের ওড়াবুনিয়া গ্রামের গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাদাঁ না পেয়ে হুমকি দিয়ে গৃহবধূকে ব্লাক মেইল করে অশ্লীল ছবি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনার অভিযোগে পর্ণগ্রাফি আইনে বাগেরহাটের আমলি আদালতে বাদী ৫ জনকে আসামী করে গত ইং ২১-০৫-২০২৪ তারিখ ৩৩/২৪ নং পিটিশন মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে আদালত রামপাল থানাকে এফআইআর এর নির্দেশ দেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামি হাসান শেখ (৩৫) কে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠায়।

জানা গেছে, উপজেলা সদরের হাসিবুর রহমানের স্ত্রী (২০) কে ফুসলিয়ে ও ভয়ভীতি দিয়ে তার সাথে অবৈধ সম্পর্ক তৈরি করে ওই যুবক। একপর্যায়ে কৌশলে ওই গৃহবধূর গোপনীয় স্থির চিত্র ও ভিডিও চিত্রধারণ করে। পরে আসামীরা ৫ লক্ষ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে আসামীরা যোগসাজশে টিকটক করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ছেড়ে দেয়। এতে বাদী ও ভিকটিমের সামাজিকভাবে মানসম্মানের হানি ঘটে। চাঁদার টাকা না দেওয়ায় আসামি হাসান শেখ, আ. মালেক শেখ, আবু তালেক শেখ, আবু দাউদ শেখ ও সাইদ শেখ হুমকি দিতে থাকে। এতে বাদী ও ভিকটিম ভীত হয়ে পড়ে। তারা জানান, বিগত সময়ে তাকে বিভিন্ন হয়রানিমূ্লক মামলা করলেও পুলিশ তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। নতুন করে আরো মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি