মোহাম্মদ ঃ আতিক উল্লাহ চৌধুরী রাউজান চট্টগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ৬ সেপ্টেম্বর (২৪)শুক্রবার দুপুরে শমসের নগর গাজী পাড়া এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও রাউজান উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার। প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া। রাউজান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে ও রাউজান উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক বাপ্পা কুমার দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহবায়ক মূসা খান মেম্বার, মাওলানা আবদুস ছবুর, নুরুল ইসলাম, আবদুস শুক্কুর, রহিম বাদশা, রাউজান ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক নজরুল ইসলাম চৌধুরী, আবদুল জব্বার, মাওলানা সৈয়দ আবু নাসের, সাবেক সেচ্ছাসেবক দল নেতা ও বিশিষ্ট সমাজসেবক কামাল চৌধুরী। এসময় ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সদস্য মোহাম্মদ খোকন সহ স্থানীয় জাতীয়তাবাদীদল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও রাউজান উপজেলা সেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি ইউসুফ তালুকদার ও অন্যন্যা নেতৃবৃন্দ।