গতকাল রাত সাড়ে ১১,৩০ মিনিট থেকে আমার ফেসবুক আইডি এবং facebook পেজটি আমার আওতায় ছিল না। কারণ ফেসবুক বুক আইডি এবং ফাচেবুক পেজটি হ্যাক হয়ে গিয়েছিল। সেই কারণেই মূলত গতকাল রাত থেকে আমার আগের আইডি এবং ফেসবুক পেজে ও আইডি থেকে যত গুলো পোস্ট এবং লিঙ্ক আপনারা পেয়েছেন সেগুলো আমার না আমার হয়ে অন্য একজন যে আমার আইডি হ্যাক করেছিল সে করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাকে কেউ ভুল বুঝবেন না এমনকি আমার আইডি লক করে দিয়েছিল এবং আমার ফোনের সমস্ত ডকুমেন্টারি সে চুরি নিয়েছে ও আমার সমস্ত ডকুমেন্টারি নষ্ট করে দিয়েছে আমার কাছে কারো ফোন নাম্বার নেই এবং ফেসবুক আইডি এবং ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কিছুই নেই। তাই আমি নতুন করে আবারও ফেসবুক আইডি খুলেছি আপনারা সবাই আমার এই ফেসবুক আইডিতে নক করবেন আর এই বিষয়ে আইনত ব্যবস্থা গ্রহণ করেছি। এবং একটি জিডি করেছি,ফেসবুক আইডি যে হ্যাক করেছে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় চলমান রয়েছে এবং জিডির কপিটি আপনাদের কাছে ফেসবুক পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি। সাবধান থাকবেন কাউকে মেইল এড্রেস দিবেন না তাহলে আমার মত ভুক্তভোগী হতে হবে। তাই আপনাদের নিকট অনুরোধ করছি সতর্ক থাকুন আর এই হ্যাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে।