আজ ৪ঠা আগস্ট বুধবার, ঠিক রাত নটায়, কলকাতা সহ সারা দেশে যখন বিচারের দাবিতে, সাধারণ মানুষ থেকে শুরু করে ডাক্তাররা রাত দখল ও রাস্তা দখলে নেমেছেন ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে,
অন্যদিকে ভারতীয় জনতা পার্টির মেট্রো চ্যানেলের সামনে যে ধর্নামঞ্চ চলছিল, সেখান থেকে তারা ডাক দিলেন একইভাবে রাত দখল ও রাস্তা দখলের, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং বিনীত গোয়েলের অপসারণ চাই, অভয়ার দোষীদের শাস্তির চায় এই দাবিকে সামনে রেখে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এক ঘন্টা মঞ্চ অন্ধকার করে, ধর্মতলা ডরিনা ক্রসিংয়ের মাঝখানে , জাতীয় পতাকা হাতে নিয়ে এবং প্রদীপ মোমবাতি ও মশাল জেলে তারা প্রতিবাদ করলেন, একটাই দাবি জাস্টিস ফর আর জি কর।
আজকের এই রাত দখল কে কেন্দ্র করে, সন্ধ্যা হতে না হতেই, প্রশাসনের লোকজন মরে মরে উপস্থিত হন, যেন ১৪ তারিখের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তাই প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকে,
আজকের রাত দখলে উপস্থিত ছিলেন, সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল, রুদ্রনীল ঘোষ, তমোগ্ন ঘোষ, সজল ঘোষ, ইন্দ্রনীল খান , দিলীপ ঘোষ, অর্জুন সিং সহ অন্যান্য নেতা নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দরা।
আজকের রাত দখল কে কেন্দ্র করে ধর্মতলা চত্বর জনজোয়ারে পরিণত হয়, বৃষ্টি হওয়ার ফলে রাস্তায় জল জমে থাকলেও, মানুষ কিন্তু দেখার জন্য আগ্রহ প্রকাশ করেন এবং তারা অপেক্ষা করতে থাকেন। আগামীকাল যে শুনানির কথা ছিল, জানা যায় সেটি ১০ দিন পিছিয়ে গেছে। ফলে রাত দখলের কর্মীরা জানান, আন্দোলন থেমে থাকবে না। শাস্তি না হওয়া পর্যন্ত , রাত দখল কে কেন্দ্র করে রাস্তার বিভিন্ন মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার মতো,
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা