আজ ৪ঠা সেপ্টেম্বর বুধবার, প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে, সিবিআই এর সঠিক তদন্তের দাবিতে, ডাক্তার নার্স থেকে শুরু করে শিক্ষক এবং কলকাতা সহ সারা দেশের নাগরিকরা রাত নটা থেকে দশটা পর্যন্ত ,ঘরের আলো নিভিয়ে ,মোমবাতি হাতে রাস্তায় নামলেন রাত দখলে।
বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে, অলিতে গলিতে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, সকল মানুষ রাস্তায় নেমে এলেন, এবং মিছিল করে, জাস্টিস ফর আরজি করের দাবি তুললেন, দিদির বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, সঠিক তদন্ত চায়, শয়ে শয়ে মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে গর্জে উঠলেন,
আজও প্রমাণ করে দিলেন, অন্যায়ান নয়, ন্যায় বিচার চাই, ছেলে মেয়েদের সুরক্ষা চাই, সন্ধি হতে না হতেই বিভিন্ন স্থানে ভিড় জমে উঠল রাত দখলে ও রাস্তা দখলের,
আন্দোলন কলকাতা কর্পোরেশনের সামনে, ভিক্টোরিয়া, ফাইন আর্টস একাডেমি, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালিগঞ্জ উত্তম কুমার মহানায়ক, বেহালা ১৪ নম্বর, গড়িয়াহাট, নিউ আলিপুর, সহ বিভিন্ন স্থানে রাত দখলের আন্দোলন করলেন, প্রদীপ ও মোমবাতি জেলে, অনেকে বাড়ি ছেড়ে নিচে নেমে রাস্তার ধারে মোমবাতি হাতে এই প্রতিবাদের ঝড় তুললেন, জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস, দিদির বিচার চাই, দোষীদের শাস্তি চাই। শাস্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলছে চলবে । ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বাড়ির অভিভাবকরাও বেরিয়ে এলেন রাস্তায়।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা