মোঃ আব্দুল গফুর শিকদার
ভোলা জেলা প্রতিনিধি।
ফেসবুক সহ বিভিন্ন মাল্টি মিডিয়ায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে শনিবার (৭ সেপ্টেম্বর) ৫ নং কলাতলী ইউনিয়নের কবির বাজারে এক সংবাদ সম্মেলন করেন মোঃ শাহেদ মিয়া, সাবেক সহ-সভাপতি, যুবদল- মনপুরা উপজেলা |
সম্মেলনে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে জনাব সাহেদ মিয়া বলেন গত বুধবার (৪ সেপ্টেম্বর) রাত্রে মোঃ বেলায়েত মিয়া ও মোঃ হাসান এর মধ্যে টাকা দেনা-পাওনা কে কেন্দ্র করে মারামারি হয়, ঘটনাস্থলে আমি উপস্থিত না থাকা সত্ত্বেও আমাকে ও জাতীয়তাবাদী যুব দলকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করে বেলায়েত মিয়া |
ঘটনায় জড়িত হাসান, সাইদ, রাজিব যুবদলের সদস্য নয় এমনকি জাতীয়তাবাদী দল বিএনপির কোন সংগঠনের সাথে জড়িত নই। আমি ও আমার দলকে হেও প্রতিপন্ন করার জন্য এই অপবাদ প্রচার করা হয়েছে | আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই |
বরং অতীতে মোঃ বেলায়েত , সলেমান মাঝি, মুস্থ মাঝি, জামাল মাঝি সহ বিভিন্ন মানুষের গায়ে হাত তোলেছে পাওনা টাকা না দেওয়ায়, জমি দখল সুদের ব্যবসাসহ মানুষকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ করেন মোঃ সাহেদ মিয়া।
ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হাসান সাক্ষাতে বলেন, এই ঘটনায় যুবদলের শাহেদ ভাই জড়িত নয় আমি আমার টাকা চাইতে গেলে বেলায়েত ও আমার সাথে মারামারি হয়