মো সুমন মোল্লা , ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় নিয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় মোকলেস মাতুব্বর থানায় অভিযোগ দায়ের করলে প্রভাবশালী প্রতিপক্ষ ক্ষিপ্ত হয়ে ঘরে আগুন দেওয়ার অভিযোগ করছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রের জানাযায় উপজেলার কাউলিবেড়া ইউনিয়েনর নিশ্চিন্তপুর এলাকার সিদ্দিক মাতুব্বর এর সাথে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল একই এলাকার আদম মাতুব্বর পলাশ মাতুব্বর ও জুয়েল মাতুব্বর গংদের।
এর জের ধরে আদম মাতুব্বর, পলাশ মাতুব্বর, জুয়েল মাতুব্বর গং দেশীয় অস্ত্র নিয়ে সিদ্দিক মাতুব্বরের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে স্থামীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় সিদ্দিক মাতুব্বরের ভাই মোকলেস মাতুব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদম মাতুব্বর, পলাশ মাতুব্বর, জুয়েল মাতুব্বর ক্ষিপ্ত হয়ে সিদ্দিক মাতুব্বরের বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ঘরের দক্ষিণ পাশে বেড়ায় পাটকাঠির বেড়ায় অগ্নিসংযোগ করে। এসময় সুভানা বেগম বাধা দিতে আসলে তার শ্লীলতাহানি ঘটায়।
এই বিষয়ে। সিদ্দিক মাতুব্বর বলেন, আমার বাবা অভাবের জন্য আমাদের নিয়ে ঢাকায় চলে যায় এর ফলে যখন বিএস খতিয়ান আসছে তখন সে রেকর্ড করতে পারেনি। এই জমিগুলো আমাদের প্রতিবেশীরা ভাগযোগ করে আমাদের জমির রেকর্ড করে নেয় আমরা যখন উপযুক্ত হয়ে জমির দাবি করি তখন থেকেই এরা আমাদের কে হয়রানি করতে শুরু করে। আমরা ভাঙ্গা সিনিয়র সহকারী জজ আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করি। এরপর থেকেই আমাদের কে মেরে ফেলার জন্য সুযোগ খুঁজতে থাকে। গত ১৯/০৮/২৪ ইং. তারিখে আদম মাতুব্বর, পলাশ মাতুব্বর, জুয়েল মাতুব্বর গং দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। পরবর্তীতে স্থামীয়রা আমাদের কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর আমার ভাই মোকলেস মাতুব্বর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে আদম মাতুব্বর, পলাশ মাতুব্বর, জুয়েল মাতুব্বর ক্ষিপ্ত হয়ে আমাদের বসত বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ঘরের দক্ষিণ পাশে বেড়ায় পাটকাঠির বেড়ায় অগ্নিসংযোগ করে। এসময় আমার ভাইয়ের স্ত্রী সুভানা বেগম বাধা দিতে আসলে তার শ্লীলতাহানি ঘটায়। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানাই।
এই বিষয়ে পলাশ মাতুব্বর সব অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনা সম্পূর্ণ নাটক। তারা নিজেরাই এই কাজ করে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে