1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
"নৈঋত"লেখক মোঃ ওবায়দুর রহমান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে ফেনসিডিল ও বিদেশী মদসহ যুবক গ্রেফতার মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় ১ টি ভেকু ও ৩ টি ট্রাক আটক বাগেরহাটে পৌর জামাতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম মডেল স্কুল’র বার্ষিক পুরস্কার বিতরণীয় ও ফলাফল প্রকাশ কাউখালী উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতিঃ শফিক কোম্পানির গুরুতর বাইক এক্সিডেন্ট দেখতে ছুটেযান দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগন ভাঙ্গুড়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত পাবনার ঈশ্বরদীতে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল “বুনোফুল” এর কমিটি ঘোষণা ঝালকাঠিতে কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের কর্মবিরতির ১ম দিনের সমাবেশে এম. নুরুল হুদা চৌধুরী- শান্তিগঞ্জে আগুন লেগে ৩ টি পরিবারের বসত ভিটা জ্বলে ছাই

“নৈঋত”লেখক মোঃ ওবায়দুর রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

ঘোড়া দেখলে খোড়া হই আমি, খাট দেখলেই শুয়ে পড়ি৷ শুই-ঘুমাই, আরো কতকিছু করি…
বাড়িতে গেলে আমি যে রুমটাতে ঘুমাই, সেটা উত্তর-দক্ষিণমূখী৷ উত্তর দিকে মাথা রেখে দক্ষিণের জানালা দিয়ে আকাশ দেখি৷ ভোর বিহানে বাম দিকের পূর্বমুখী জানালার পর্দা গলিয়ে নবজাতক সুর্যের ভার্জিন আলো এসে চোখে-মুখে পড়ে৷ আমরা ৪তলায় থাকি৷ আমার শোবার ঘরটা দক্ষিণ-পূর্ব অর্থাৎ অগ্নিকোণে অবস্থিত প্রান্তসীমার একটি রুম৷ বাসার আশপাশ দিয়ে বিভিন্ন প্রজাতির অনেকগুলি পুরাতন দিনের গাছ রয়েছে৷ সারাদিন শহরময় ইতি-উতি ঘুরে বেড়ানো হরেক রকমের পাখিদের সন্ধ্যে হলেই; নীড়ে ফেরার আস্তানা এটা৷ পাখিরা নিয়ম মেনে চলে৷ হাই আলাস সালাহ্ শুনে আড়মোড়া ভেঙে জেগে ওঠে। সকলে মিলে সমস্বরে সুপ্রভাতের কুজন করে৷ পাখিদের কোনো জাত-পাত নেই৷ জাতি-বর্ণ, সুরে-বেসুরে একসাথেই তারা তেতুল পাতায় ন’জন হয়ে সুজনের মতই দলবব্ধ থাকে৷ ওদের সাথে আমিও উঠি৷ নামাজ আদায় করে আবার শুয়ে পড়ি৷ পূর্বমূখী জানালার কার্নিশ ঘেষে একটু তীর্যকভাবে তাকালেই; অগ্নিকোণে প্রাচীন একটি চম্বল গাছ দেখা যায়৷ গাছটির শাখা ও শিখরে সাফ বা সামিটের মত আঞ্চলিক দেশসমূহের একযোগে উড়তে থাকা পতাকার ন্যায় শহরের বিভিন্ন জায়গা থেকে ঘুড়ি ওড়ানো ছেলেদের হাত থেকে সুতো কাটা ঘুড়িরা এসে; গাছের সাথে জড়িয়ে পড়ে পত পত করে উড়ে চলেছে৷ দক্ষিণ দিকে আকাশ প্রচুর৷ খুলনা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অর্কিড রঙের আল্পনা আঁকা মডেল মসজিদের গম্বুজ আর পিলারগুলো রাতের বেলায় রেডিয়াম বিচ্চুরণ করে ভারি সুন্দর আলো ছড়ায়!

নৈঋতে রয়েছে একটি বই রাখার র‍্যাক৷ গরীবের ঘোড়া রোগের ন্যায় অল্প জানা মানুষ হয়েও; আমারও কিন্তু বই পড়া আর সংগ্রহ করার বাতিক রয়েছে৷ এটা কোনো বিলাসীতা নয়৷ জানার তেষ্টায় গলা ভেজানোর অন্যুন ব্যবস্থা৷ বহুদূর থেকে ছুড়ে মারা তীর যেমন পতিত স্থানে গিয়ে ৯০ ডিগ্রি কোণ এঁকে গেঁথে পড়ে৷ এভাবে এপাশ-ওপাশ নিয়মিত দূরত্বে গেঁথে থাকা তীরের মত ডিজাইন এই বইয়ের র‍্যাকটি৷ সেখানে ছায়া সুনিবিড় গাছের শাখায় বিশ্রামরত পাখিদের ন্যায় গোর্কি, হিটলার, মারিও পুজো, ভল্টেয়ারের সাথে নির্বিবাদে পাশাপাশি শুয়ে আছে রবীন্দ্র-নজরুলসহ আরো অনেকেই। উপর-নিচে জাকির নায়েক, আব্দুল্লাহ জাহাঙ্গীর, ইমাম গাজ্জালীরা ওদের শান্তিপূর্ণ সহাবস্থানে মুগ্ধ ভীষণ৷ আর সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এর মত উপরের তাকে পবিত্র গ্রন্থ৷

এখন খাটের উপর পশ্চিমমুখে কাত হয়ে শুয়ে আছি আমি- বইয়ের র‍্যাকের একটি তাকে ‘স্পিরিট অব ইসলাম, ক্রিটিক অব রিজন, তুজুক-ই বাবরী এবং লা নুই বেঙ্গলির প্রচ্ছদ দেখতে পাচ্ছি৷ একপাশে মহাদেব সাহার ধুলোমাটির মানুষের গায়ে ছত্রাক জমে আছে৷ নতুন করে ওটাকে একটু নেড়ে-চেড়ে দেখার দরকার৷

পশ্চিম দিকের দেয়ালের ওপাশে আরেকটি রুম৷ বায়ুতে একটি দরজা আছে শোবার ঘরে। এখান দিয়েই বসার ঘর, খাবার ঘর আর গবেষণাগারে ডেসপাচ-এ্যারাইভ করি আমি। ঈশান কোণে মেঘ জমিয়ে ভয় দেখানোর কিচ্ছুই নেই। ওটা একটি নিরেট দেয়াল উত্তর-পূবের৷ উপরে একটি সিলিং ফ্যান সারাবছর তার ঘুর্ণন প্রক্রিয়া সম্পাদন করে যাচ্ছে শীত মৌসুমে পূর্ণ বিশ্রামে যাবার আশায়৷ নিচের দিকে খাট আর ফ্লোর, সেই খাটের উপর শুয়ে শুয়ে আমি আমার শোবার ঘরের ঈশান-বায়ু, অগ্নি-নৈঋত এর গল্প শুনালাম৷

আসলে ৩৬০ ডিগ্রির আমাদের এই পৃথিবীতে ৯০ ডিগ্রি সমভাগের সমান্তরাল ৪টি দিকসহ ৪৫ ডিগ্রির আরো ৪টি কৌণিক দিক রয়েছে৷ সেইসাথে সুমেরু-কুমেরু বিন্দুর ন্যায় উপর-নিচ মিলে আমাদের পৃথিবীর ১০ দিক বুঝায়৷ কৌণিক দিকগুলিকে ঈশান-বায়ু, অগ্নি-নৈঋত বলে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি